বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
প্রকাশিত: সোমবার, জানুয়ারী ৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কুরআন খতম, এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল।
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সরকারি হাজী মুহাম্মাদ মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সালেহ শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ মহানগর, থানা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।