বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নির্বাচনে হবে ফাইনাল খেলা-সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

প্রকাশিত: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২

নাগরিক সংবাদ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু নেই, সব পুরনো কথা; এরপরও খতিয়ে দেখা হচ্ছে মেনে নেয়ার মতো কোনো দাবি আছে কিনা।

সোমবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা দেশ অচল করে দেয়ার ছক একে এখন নিজেরাই অচল। বিএনপি সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে। তাদের সঙ্গে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে। এরপর সেমি ফাইনাল হবে। নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলাই তারা হারবে।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সংসদরা চলে গেলেন। এভাবে বয়কট করা বড় ভুল, অচিরেই বুঝতে পারবেন।

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুর ইসলাম আজাদ প্রমুখ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন