বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
প্রকাশিত: সোমবার, জানুয়ারী ৫, ২০২৬
গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়া আজীবন রাজপথে ছিলেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
সোমবার (৫ জানুয়ারি) বাদ আসর খালিশপুরের খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ১৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তৃতায় রকিবুল ইসলাম বকুল বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তিনি দেশ ও জনগণের স্বার্থে জেল-জুলুম সহ্য করেছেন কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর রাজনৈতিক জীবন আমাদের জন্য অনুপ্রেরণা। দেশনেত্রীর দেখানো পথেই ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সংকট মোকাবিলা করতে হবে।
১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কাজী ইকরাম মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মহানগর বিএনপি নেতা স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, শেখ জাহিদুল ইসলাম, খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস।
এছাড়াও উপস্থিত ছিলেন , নেছারিয়া জামে মসজিদ এর ইমাম মাওলানা হাফেজ মিজানুর রহমান, গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল মো: মোস্তাফিজুর রহমান, নেভি চেকপোস্ট মসজিদের ইমাম মুফতি মাহমুদুল হাসান, মহিলা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল কাজী নেয়ামুল শাহীন প্রমুখ।
স্মরণ সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।